হ্যাঁলো, কী অবস্থা?
আরে বাহ্, মনে পড়ে তাহলে?
কেন পড়বে না? তুমি তো আমার প্রথম ভালবাসা।
ও, তাই?
হুম, তাই।
হা হা হা!
হাসছো যে?
হাসি পাচ্ছে।
কেন?
ভালবাসার কথা শুনে।
মনে হয় প্রথম শুনলে?
তা না!
প্রথম শুনলে তো অবাক হতাম।
তাহলে কেন হাসলে?
আরে বাদ দাও, ও কিছু না!
না বলো ময়না!
হা হা হা!
আবারও?
হুম।
না হেসে বলো না প্লীজ!
ওকে!
শুনো তাহলে।
হুম, বলো!
বহুদিন পর তোমার বুকে
ভালবাসা উথলে উঠেছে দেইখ্যা
মনডা ভইরা গেলো,
তাই খুশিতে হাসলাম।
এখন বলো, কেমন আছো?
জানি খুব ভালো আছো।
তবুও তোমার মুখ থেইক্যা শুনতে চাই।
আমি ভাল নেইরে পাগলি!
তোমাকে ছেড়ে একদম ভালো নেই।
অভিনয় করো না!
বিয়েটা নিজের ইচ্ছায় করেছো।
নিশ্চয় অনেক সুখী।
ভুল করেছি আমি,
মস্ত বড় ভুল।
কেন?
স্মার্ট মেয়ে, নাদুস নুদুস!
সেইটাই ভুল।
ও শুধু আমার অর্থকে ভালবাসে।
আমাকে না রে!
ও, যাই হউক।
আমায় কেন বলছো?
তুমি আমায় ভালবাসো তাই।
বাসি না,বাসতাম।
এখন ভালোবাস না?
না!
সত্যি?
হুম।
ও মাগো……ও!
এই, কি হলো?
যাই হউক, তোমার কী?
ভাব না নিয়ে বলো।
অভিনয়।
কীসের অভিনয়?
বললে যে, ভালবাসো না!
তাই পরীক্ষা নিচ্ছিলাম।
ইডিয়েট একটা।
হুম,
ওকে বাই!
আবার কখন?
কী?
কথা হবে?
যখন তোমার ইচ্ছা
ওকে, আই লাভ ইউ!