(আগরতলা ০৭/০১/২০২০)
আমি মানুষের কথা বলি
কবিতা লিখিনা,
আমার লেখায় কোনো ছন্দ নেই
আছে লোহা পিটিয়ে
কাস্তে হাতুড়ি বানাবার অনবদ্য শব্দের আর্তনাদ |
আমি কবিতা লিখিনা
নিপিড়িত,নির্যাতিত ও শোষিত মানুষের হাত ধরে ভাতৃত্বের গান গাই,
আমার লেখায় সবুজ শস্যেরা মাটি ভেদ করে
মুক্ত আকাশের দিকে উঁকি দেয় |
আমি কবিতা লিখিনা
প্রতিক্ষনে আমি
শুধুই ঘুম ভাঙানিয়া গেয়ে গেয়ে
ছিন্নমূল মানুষের ডেকে তুলি,
বস্তিয়ালাদের বুকে আগামীর বীজ বুনে
আসন্ন প্রজন্মের মুক্তির মিছিলের
শ্লোগান তৈরী করি |
আমি
কাউকে ভালোবাসতে পারিনি
কেনোনা
আমার লেখায় কঠিন বাস্তবের ছবি
মনের মাধুরী দিয়ে নিয়ত এঁকে যাই,
আমার হাত কেউ ধরেনা
কারণ
আমার হাতের রেখায়
কোনো সম্ভাবনাময় সংকেত নেই
জ্যোতিষরা দেখেও অবাক হয় |
রসহীন এ বিবর্ণ জীবনের কথা
জীর্ণ মলাট বন্দী করে
অযত্নে ফেলে রাখি,
পৃথিবীর মানুষগুলি এতই আত্মমুখী যে
কারোরই ওই দিকে দৃষ্টি দেবার
সামান্য ফুড়ুৎসই নেই |
আমি কবিতা লিখিনা
আমি নির্বোধ বালকের মতো
নাটাই হাতে ঘুড়ি উড়াই বিশাল আকাশে,
আমি কবিতা লিখিনা
আমি অমাবস্যার অন্ধকার থেকে
আলোয় যাবার জন্য
জোনাকির মতো নিভুনিভু আলো নিয়ে
রাত পোহাবার অপেক্ষার প্রহর গুনি |
আমি কবিতা লিখিনা
আমি গভীর প্রত্যাশায় আছি,
হয়তোবা কোনো একদিন
শীতের সকালে
এ পৃথিবীর সকল মানুষ
আমার লেখা হাতে
উঠুনটাই মুখরিত করে তুলবে |