স্টাফ রিপোর্টারঃ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মানুষের ভুল হতেই পারে। তার কোনো ভুল দেখলেই সমালোচনা-লেখালেখি শুরু হয়ে যায়। আমি সবাইকে বলব- মানুষের দোষ না দেখে ভালো কাজগুলো দেখুন।
শনিবার দুপুরে কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইভিএম পদ্ধতির মাধ্যমে জনসাধারণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক প্রতিকূলতার মাঝেও আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছি। সারা দেশে পর্যায়ক্রমে ইভিএমে ভোটের ব্যবস্থা করা হচ্ছে। এর মাধ্যমে একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই। আগামী ১৬ জানুয়ারি কুমিল্লার চান্দিনাতেও ইভিএমে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ।