স্টাফ রিপোর্টারঃ ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সেক্রেটারি ও ষ্ট্যান্ডাড গ্রুপের সাবেক জিএম আলী নেওয়াজ রাসেল (কোভিড ১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার বিকেলে তিনি ইউনাইটেড হাসপাতালের মৃত্যুবরন করেন। ইন্না লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
এর আগে তিনি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর পুত্র ওমরের বরাত দিয়ে ষ্ট্যান্ডাড গ্রুপের মার্চেন্টাইজার কামরুজ্জামান রিমন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল রবিবার বাদ জোহর উত্তরার জে সেক্টরে নুর মসজিদে নামাজের জানাজার পর পূর্বচল-রোওদাতুল জান্নাহ কবরস্থানে দাফন করা হবে।