ডেস্ক রিপোর্টঃ করোনার সংক্রমণ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দিনের পর দিন সংক্রমণ আর মৃত্যু বেড়েই চলেছে।
গত ২৪ ঘন্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু হয়েছে।
টানা প্রায় ১০ দিন ধরে দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছেই। এর আগে গত টানা ৭দিন করোনায় মৃত্যু ২শ’র ওপরে ছিল।
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৪৭ মৃত্যুসহ দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জনে।
আজ সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে দাঁড়িয়েছে।