ভালবাসতে ইচ্ছে করছে তোমাকে
নীল আকাশের নিচে মন-প্রাণ উজার করে
ভালবাসার অনুদানে
ভালবাসতে ইচ্ছে করছে তোমাকে।
তোমার প্রতিচ্ছবি-
স্বপ্নের পুরুষ হয়ে হৃদয়ে কামনার সুপ্ত পথ ধরে,
প্রজাপতির ডানায় ফুলেরী শয্যা সাজিয়ে
বারং বার হৃদয়ে স্বপ্ন বুনন করে,
শিহরণ জাগায়-
আমার গলার ডান পাশে
তোমার গোলাপী ঠোটের
আলতো আবেগ ভরা চুম্বণ রাশির।
পাগল পারা হৃদয় মাধুয্যে
ঝরনার দু কুল বেয়ে,
জংলী ফুলের অলকে
ঝরনা বারিধারার পাদদেশে বসে,
আমার দুটি অক্ষি আবদ্ধে স্বপ্নে বিভোর
তোমার শিতল ছোয়া কমল হাতের স্পশে।
ষোড়শী বিভোরে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে
আমার শরীরের নগ্ন আবরণের বস্ত্রখানি।
সবুজে ঘেরা প্রকৃতির বিশাল প্রান্তর জুড়ে
রংধনু আকা মেঘের ভিড়ে,
তোমার চোখে চোখ রেখে
বাহু বন্ধনে আবদ্ধ হয়ে
দেবালোকের মন্চ কাপানো
নৃত্যের তালে মাতোয়ারা হয়ে,
অমৃত সুধা পানে-
মাতাল হয়ে তোমার বুকে মাথা রেখে
গরম নিঃশ্বাস ফেলতে ইচ্ছে করছে।
বারং বার হৃদয়ে স্বপ্ন বুনন করে
ইচ্ছে জাগছে অনেক কিছু,
যা না বলার প্রতিচ্ছবি হয়ে
শিহরণ জাগায়-
আমার কামনা বাসনাময় অনাকাঙক্ষিত
রূপালী পূর্নিমা রাতের আবেগ জড়ানো মধুময় ফুল শয্যা,
মধুময় ফুল শয্যায়
ভালবাসতে ইচ্ছে করছে তোমাকে
মন-প্রাণ উজার করে
ভালবাসার অনুদানে
ভালবাসতে ইচ্ছে করছে তোমাকে।।