এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টার পদুয়ার বাজার বিশ্বরোড হতে কুমিল্লা শহরে প্রবেশের অন্যতম প্রাণকেন্দ্র টমছমব্রীজে প্রতিনিয়ত যানজটের ভোগান্তিতে সাধারণ মানুষ।
সকাল থেকে রাত্রি পর্যন্ত এই সড়কে অসহনীয় যানজট এর শিকার হতে হয় জনসাধারণ থেকে শুরু করে রোগী ও জরুরি পণ্যবাহী গাড়ি ও।
অনুসন্ধানে দেখা গেছে, টমছমব্রীজ হতে কোটবাড়ি রাস্তা, টমছমব্রীজ হতে পদুয়ার বাজার রাস্তা, টমছমব্রীজ হতে কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং কান্দিরপাড় যাওয়ার প্রবেশদ্বারে রাস্তার উপর সারি সারি সিএনজি অটো রিক্সা অবৈধভাবে যাত্রী উঠানামা করে থাকে।
অঘোষিতভাবে সিএনজি অটো স্ট্যান্ড এর মত ব্যবহার করে যা যানজটের মূল কারণ হয়ে দাড়িয়েছে। এ বিষয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তর অজ্ঞাত কারণে মনোযোগী নয় বলে সাধারণ মানুষের দাবি। বিশাল এই যানজটের কারণে পেশাজীবী থেকে শুরু করে জরুরী পরিষেবা আওতাধীন রোগী, ছাত্র-ছাত্রী বিভিন্ন পেশার মানুষ ও যানবাহন ব্যাপক ক্ষতির শিকার হয় এ যানজট থেকে সাধারণ মানুষ মুক্তি চায়।