মোঃ দেলোয়ার হোসেন রুবেল, স্টাফ রিপোর্টার, চট্টগ্রামঃ সিএমপি’র আকবরশাহ্ থানার অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অবৈধ অস্ত্রশস্ত্র সহ ০৪ জন গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এসআই(নিঃ) টিকলু কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকার সিয়েরা-৪৪ (নৈশ) ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ্ থানাধীন বি-ব্লকস্থ গোলাম আলী শাহ কবরস্থান লেইন জানাযার মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি টিপ ছোরা, ০১টি রাম দা, ০১টি লোহার তৈরী চেনা ও ০১টি কিরিচ সহ রাকিবুল হাসান জাহিদ (২১), মোঃ মাহফুজ (১৯), মোঃ সুজন (২১) ও জাহেদুল ইসলাম তানজিত প্রঃ প্যাকেজ জাহেদ (২০) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আকবরশাহ্ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, রাকিবুল হাসান জাহিদ (২১), পিতা-মোঃ মজনু শেখ, মাতা-লাকি বেগম প্রকাশ রোকসানা বেগম, প্রদত্ত স্থায়ী সাং-ডহুরী, পোষ্ট=গৌরগঞ্জ, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, স্থায়ী সাং(২): আটকগ্রাম, থানা-চৌদ্দগ্রাম, বর্তমানে-বিশ্বকলোনী, মধ্যম জানারখিল, বি-ব্লক, কালনের ভাড়াঘর, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ মাহফুজ (১৯), পিতা-মৃত মফিজুল, সাং-কৃষ্ণপুর (মুন্সি গাজী বাড়ী), থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী,বর্তমানে-বিশ্বকলোনী, বি-ব্লক, প্লট নং-১০৯/১১০, মা মঞ্জিল, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ সুজন (২১), পিতা-মৃত মোঃ আলমগীর/সৎপিতা-মোঃ সাগর, মাতা-রিনা আক্তার, সাং-খুলনা, বেপারী বাড়ী, মোল্লা বাজার ইউনিয়ন, থানা-হিজলা, জেলা-বরিশাল, বর্তমানে-নিউ মনসুরাবাদ, ছড়ারপাড়, আব্দুস সালাম এর ভাড়াঘর, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, ৪। জাহেদুল ইসলাম তানজিত প্রঃ প্যাকেজ জাহেদ (২০), পিতা-কবির আহাম্মদ, মাতা-ছেনোয়ারা বেগম, প্রদত্ত স্থায়ী সাং-সিকদার পাড়া, সুলতানের বাড়ী, গর্জনিয়া, থানা-রামু, জেলা-কক্সবাজার, স্থায়ী সাং(২): গর্জনিয়া, ইউনুচের বাড়ী, ওয়ার্ড নং-০৫, কচ্ছপিয়া ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার, বর্তমানে-বি-ব্লক, জানারখিল, গোলাম শাহ মাজার সংলগ্ন, জমিরের ভাড়াঘর, ৪র্থ তলা, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম।