(আগরতলা ১৪/০৭/২০২১)
চরম সত্যের কাছে
মাথা নুয়ে আছি
কখন যে রাত শেষ হলো !
কখনযে আমার জানালার ফাঁকে এক টুকুরো সোনালী আলো বিছানা ছুঁয়ে গেলো
আমি এতটুকুও টের পাইনি |
তপস্বীর মতো নিমগ্ন ধ্যানে
আমার অন্তরটা অন্য কোনো জায়গায়
কি জানি হন্যে হয়ে খুঁজছিলো,
কখনযে শিশিরের সব কয়টা ফোঁটা
ভুলুন্ঠিত হয়ে গেছে অভিমানে
মোটেও আঁচ করতে পারিনি |
কল্পনা বিলাসী বলে
মাঝে মাঝে স্বপ্নের ভেলা ভাসাই
অনেকটা দূরের দ্বীপের কাছে
নোঙ্গর করা যে নৌকা ভাসে
তারে ধরে টানি,
ঢেউ দেখে বিব্রত না হয়ে
শেষ ভরসায় ওপারের সুখ খুঁজি |
তুমি যা বলেছিলে
আমি সব কিছুই অবুঝের মতো
অন্ধ বিস্বাস করেছিলাম,
প্রাপ্তির খতিয়ানের হলুদ পাতাগুলি
আজকে অনেকটাই অক্ষরহিন বিবর্ণ,
কিন্তু,
তোমার কথাগুলি !
জমাট বাঁধা ঘনো বরফের হিমেল স্পর্শে
পাথরের মতো বোবা হয়ে কাঁদে |