তুহিন ভূইয়া, চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ২৮৮ ক্যান বিয়ারসহ মোঃ মোক্তার হোসেন (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গিয়াস উদ্দিন এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে রবিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কালিয়ারচর বাজার এলাকায় কামাল হোসেন এর দোকানের সামনে থেকে ২৮৮ পিস বিয়ার ক্যান সহ মোক্তার হোসেনকে আটক করে। যার
মূল্য অনুমান-২,০১,৬০০/- টাকা।
আটক মোক্তার হোসেন, বরিশাল জেলার, বানারীপাড়া থানার, পূর্ব উদয়কাঠি গ্রামের, মৃত আঃ হাকিম মোল্লা’র ছেলে। তার বর্তমান ঠিকানা বাসা নং-২৯, ব্লক নং-এফ, রোড নং-০৩ বনশ্রী, থানা- রামপুরা, ঢাকা।
এব্যাপারে অফিসার ইনচার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেফতারকৃত মোক্তার হোসেন এর বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।