এ.এইচ কামরুল, চুয়াডাঙ্গা প্রতিনিধঃ চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিনসহ কাভার্ডভ্যান জব্দ, আটক-২
মঙ্গলবার ১৩ জুলাই রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোড থেকে এটি জব্দ করা হয়। এ সময় দু’জনকে আটক করা হয়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডে অভিযান চালান হয়। এ সময় একটি ক্যাভার্ড আটকানো হয়। কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-২৭১২) থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। যার আনুমানিক যার মূল্য ধরা হয়েছে তিন লাখ টাকা। এ সময় বাগানপাড়ার মৃত মতলুর রহমানের ছেলে মনিরুজ্জমান মিন্টু ও আনোয়ার হোসেন নামের দু’জনকে আটক করা হয়। পরে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করা হয়েছে। মঙ্গলবার রাত ১ টার পর শেষ খবর পাওয়া পর্যন্ত আটক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিলো।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আমরা এখনও পর্যন্ত জব্দকৃত আলামতসহ আসামি ও এজাহার পাই নি। এধরণের এজাহার পেলে বিষয়টি নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে সদর থানার পুলিশ।