মোঃ দেলোয়ার হোসেন রুবেল, চট্টগ্রামঃ চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে করোনা প্রতিরোধক বুথ স্থাপনের অংশ হিসেবে নগরীর জামালখান নির্মলা মারমারিয়ার ক্যাথলিক চার্চ গির্জা ও সেন্ট মেরীস স্কুলে বসানো হলো করোনা প্রতিরোধক বুথ। যেই বুথ থেকে বিনামূল্যে মিলবে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার। বিকেল ৪ঘটিকায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে এই করেনা প্রতিরোধক বুথের উদ্ভোধন করেন হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর পুলক খাস্তগির, নির্মলা মারমারিয়া, ক্যাথলিক চার্চ গির্জার ফাদার সিপ্রিয়ান পিন্টু, সেন্ট মেরীস স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার মেরি সঙ্গীতা, সিস্টার জেমি, সিস্টার বিগিস, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী।
এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারী নিয়ন্ত্রণ এখন চেলেঞ্জিং বিষয় হয়ে দাড়িয়েছে। গণসচেতনতা, মাস্ক ও হ্যান্ডসেনিটাইজা ব্যবহার হচ্ছে করোনা প্রতিরোধে মূল মাধ্যম। তাই আমাদের জনগরুত্বপূর্ণ স্থানে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। তারই অংশ হিসেবে উপমন্ত্রী নওফেলের পক্ষ থেকে আজকে গির্জায় আমরা করোনা প্রতিরোধক বুথ বসিয়েছি। যা থেকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার পাওয়া যাবে। আসুন করোনা মহামারী থেকে সুরক্ষা পেতে প্রতিটি পাড়ায় মহল্লায় মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার ব্যবহার নিশ্চিত করি।