ঢাকা মহানগরীর কদমতলী থানাধীন পূর্ব জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকার ১১৯৩/১/এ ঠিকানার মালিক মোঃ শহিদুল ইসলাম মিলন৫ তলা ভবনের সত্তাধিকারী। তার বাড়িতে অনেক ভাড়াটিয়া আছে। কিন্ত পরিতাপের বিষয় হলো সে ভাড়াটিয়াদের ঠিক মত পানি দেয়না। পবিত্র রমজান মাসে অনেক বলার পর অল্প সময়ের জন্য সামান্য পানি ছাড়ে। পানি ছাড়াার পর বাড়িওয়ালা ছাঁদে উঠে পানির কল কমিয়ে দেয়। সবাই যার যার পাত্র ভরতি করে রাখে। সাথে সাথে পানি শেষ হয়ে যায়। ইফতার ও সেহরির সময় ও পানি ছাড়ে না। বিশেষ করে মহিলারা ইফতার তৈরি, রান্না করা ও দোয়াপালার কাজে অনেক সমস্যা পোহাতে হয়। তাকে অনেক বলার পর ও স্বভাবের কোন পরিবর্তন হয়না। রাতে পানি দেয়না মোটেই। সে বলে রাতে নাকি পানি লাগে না। মটর ছাড়লে পানির বিল ও কারেন্ট বিল বেশি আসবে তাই পানি উঠায়না। ভাড়াটিয়ারা তাকে বলতে বলতে অতিষ্ঠ হয়ে গেছে। ভাড়াটিয়া আসার সময় বলে কোন কিছুর সমস্যা নেই। ভাড়াটিয়াদের এহেন কষ্ট লাগবে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
নিবেদকঃ ওই ভবনের ভাড়াটিয়া।