স্টাফ রিপোর্টার: গত ১৩ ডিসেম্বর রাজধানীর ডেমরার স্টাফ কোয়াটার এলাকায় সিটি মিলের কাভাড ভ্যানের ধাক্কায় নিহত হন কবি নজরুল কলেজের শিক্ষার্থী মোঃ মুজাহিদুল ইসলাম মৃদুল। মৃদুলের স্বজনদের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচারের দাবিতে রবিবার সকালে মৃদুলের পরিবার ও সহপাঠিদের উদ্যোগে ডেমরার কোনাপাড়া সিটি মিলের সামনে প্রতিবাদ মানববন্ধন পালিত হয়। এতে সভাপতিত্ব করেন মৃদুলের ভাই মোঃ মোজাম্মেল হোসেন। বক্তব্য রাখেন, ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি সৌরভ হোসেন, সাধারণ সম্পাদক আসিফ খান, ৬৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান তালুকদার, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়াও মানববন্ধনে কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ্র বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তরা বলেন, মৃদুল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। হত্যাকারী সিটি মিলের গাড়ীর ড্রাইভারসহ হত্যার সাথে জড়িত সংশ্লিষ্টদের ফাঁসির দাবি করেছেন মানববন্ধনে আগত বিক্ষুব্ধ এলাকা বাসী।