স্টাফ রিপোর্টারঃ ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে শুক্রবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১ জানুয়ারী ২০২১ ইং তারিখে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মোঃ আমির হোসেন ভুইয়া।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সামাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সহ সভাপতি ইন্জিনিয়ার আঃ কাদের, দ্বীপক কুমার ভৌমিক, সংগঠনের দায়িত্বশীল নুরু উদ্দিন স্বপন, হুমায়ূন কবির, ডাঃ ইকবাল হোসেন প্রমুখ।
পরে বরুড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে কম্বল অনুষ্ঠান থেকে বিতরন করা হয়।
এছাড়া উপজেলার ১৫ টি ইউনিয়নে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন।
১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২ হাজার কম্বল বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্টানটি সঞ্চালনা করেন মেহেদী হাসান শিশির।
অনুষ্ঠানে জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যান সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।