(আগরতলা 22/11/2020
কবি তননের হত্যার প্রতিবাদে)
প্রতিবাদ করলেই
নেড়ি কুকুরের মতো ক্ষেপে উঠো
কলম ধরলেই রক্ত ঝড়াও,
জানো !
আমরা
কবিরা শেষ বিন্দু রক্ত দিয়েই
অন্যায়ের বিরুদ্ধে কবিতা লিখি |
যেনে রেখো পিচাশের দল
কবিরা মরেনা
কবিরা আজীবন বেঁচে থাকে
নিপিড়িত মানুষের হৃদয়ে,
তননের প্রাণ কেড়ে
অনেক সুখ পেলে
তাইনা?
তনন যে মরেনি
সে সংবাদ তোমাদের দিয়ে রাখি,
যেনে রেখো
তননরা মরেনা |