মোঃ আলমগীর হোসেন, তিতাস-হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে করোনা পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পরা দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে তিতাস উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশে ও অর্থায়নে উপহার হিসেবে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাবারসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিতাস উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল, সহ-সভাপতি সৈয়দ নূরুল আফসার, মোঃ আলাউদ্দিন প্রধান, ফারহাতুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক , জাহিদ মিয়া, শাওন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ তানহার সরকার, মেহেদী হাসান মারুফ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ অনেকেই।
এসময় ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার বলেন, সেলিমা আহমাদ মেরী এমপি মহোদয়ের অর্থায়নে ও নির্দেশনায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দরিদ্রদের পাশে তিতাস উপজেলা শাখা ছাত্রলীগ সবসময় থাকবে বলে জানান ছাত্রলীগের এ নেতা।