প্রসেনজিৎ দাস, আগরতলা: ত্রিপুরা থেকে প্রথম বার কোন মহিলা সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হতে পেরেছেন। যা সমগ্র রাজ্যের জন্য গর্বের বিষয়। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পদে রাজ্যের মেয়ে পশ্চিম ত্রিপুরা জেলার সাংসদ প্রতিমা ভৌমিককে স্থান দেওয়ায় প্রধানমন্ত্র্রীকে শুভেচ্ছা চিঠি পাঠালো বিজেপি মহিলা মোর্চা। বুধবার দুপুর নাগাদ আগরতলা পোস্ট অফিসের সামনে এক কর্মসূচির আয়োজন করে মহিলা মোর্চার নেত্রীরা। ডাক যোগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি পাঠায় সংগঠন নেত্রীরা। যদিও এদিন এই কর্র্মসূচির সময় সংগঠন নেত্রীদের মধ্যে ছিল না করোনা বিধিনিষেধের বালাই। বলা চলে সামাজিক দূরত্বের আদ্য শ্রাদ্ধ করেই নিজেদের সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করেন নারী নেত্রীরা। যাই হোক, শাসক দল বলে কথা তাই হয়তো প্রশাসনের নজরেও এসব বিষয়গুলো অহেতুক। তবে বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রীরা দেশের প্রধান মন্ত্রীর পক্ষে ব্যাপক গুন্ কীর্তন করেন।