দান করো মন থেকে
যেমন করে মন চায়ে
দান করো সৎ পথে
রাতে আর দিনে।
দান বড় শক্তিশালী
নবী সাঃ এর মুখের বানী
পানি যেমনী আগুন নিবায়
দান তেমনি পাপ মোচায়।
সৎ পথের আয় থেকে
দান তোমার করতে হবে
এক টাকা দান করিলে
বহু গুনে ফিরে আসবে।
পবিত্র কুরআনে ঘোষনা
সুরা বাকারা পড়ে দেখোনা
দান করিলে বিপদ কাটে
দান করে দেখোনা।
দানে তোমায় শান্তি দিবে
দানে তোমায় মুক্তি দিবে
দান কাজ চমৎকার
দান করে অহংকার করবেনা।