(আগরতলা ২৬/১২/২০২০)
দুয়ারে নাকি
থাকবেন সরকার
থাকবেন আপনার সাথে,
হাত বুলিয়ে
আদর করবেন
স্বপ্ন দেখাবেন রাতে |
রাতের আকাশে
যতো তারা আছে
গুনবেন দুইজনে মিলে,
একের মাথায়
অন্যে দেবে তেল
থাকবেন দুইজনেই তেলতেলে |
সকালে উঠে
স্বপ্নভঙ্গ হবে
থাকবে বালিশ শুধু,
যেদিকে তাকাবেন
দেখতে পাবেন
মরীচিকা ধূধূ |
আপনি আছেন
সরকার নাই
থেকে যাবে সব কথা,
ভোটের বাক্সে
অবাক তাকিয়ে
ভাঙবে নীরবতা |
তারপরে আবার
পাঁচ বছর গেলে
পুনরায় পাবেন দেখা,
নতুন শ্লোগানে
বেনার ফেস্টুনে
সকলের ভাগ্যলেখা |
ভোটের সময়
নেতারা হলেন
সাইবেরিয়ার পরিযায়ী পাখি,
যতই শীত বাড়ে
বেশি বেশি উড়ে
কিচিরমিচির ডাকাডাকি |