(আগরতলা 17/12/2020)
দুঃখ নহে চিরসাথী
থাকবে সাথে সাথে,
রাতের কালো যায় হারিয়ে
সূর্য্য উঠা প্রাতে |
সময় সেতো কালের সাক্ষী
নীরবে চেয়ে রয়,
কালবৈশাখী আসে আসুক
তাতে কিসের ভয় ?
আকাশ কিরে চিরতরে
ঢাকতে পারে মেঘে,
কেউ কিরে স্বপ্ন দেখে
পূর্ণিমা রাত জেগে ?
সবাই কিরে হয়রে আপন
আপন ভাবো যারে,
সাথে কি সে যাবে তোমার
যেদিন যাবে চিরতরে ?
আসা যাওয়া পথের ধারে
ক্ষণিক কাটাও বেলা,
শিশুর মতো বৃথাই করো
ধুলো বালির খেলা |
সন্ধ্যা হলে সবাই ফিরে
রাখাল বাজায় বাঁশি,
এক নিমিষে যায় মিশে সব
থামে কান্না হাসি |
কেউ কারোনয় আপন পর
চলতে পথে দেখা,
সুখ দুঃখ সামান্তরাল
নয়রে কর্ম লেখা |