আজকে যারা নির্বাচনে,
মার্কা নিয়ে নাচে।
এই জনতা বিপদ কালে,
পায়নি তাদের কাছে।
,,
কত টাকা উড়ায় তারা,
নির্বাচনের নামে।
সেই টাকা যে সিক্ত থাকে,
গরীব দুখীর ঘামে।
,,
মাইকে নেতার নামটি শুনে,
কর্মীরা দেয় ফাল।
সুযোগ পেলে একে অন্যের,
তুলে পীঠের ছাল।
,,
ভোটের আগে নেতায় দেখি,
ধরে সবার পায়।
পাশ করলে সেই নেতার,
দেখা পাওয়া দায়।
,,
একটি পদের আশায় দেখি,
কত জনে খারা।
কিছু মানুষ ভোটের নামে,
হয় যে সর্বহারা।
,,
কিছু মানুষ জোঁকের মত,
রক্ত খেয়ে বাঁচে।
এই জনতা বিপদ কালে,
পায়নি তাদের কাছে।