লাল-সবুজে জ্বলছে বাতি দিনে এবং রাতে হাজার বাতি দেখতে পাবে উৎসবে সব মাতে।
কেউবা গানে সুর মিলিয়ে কেউবা করে নিত্য পদ্মা সেতুর উৎসবে এখন রঙিন চিত্র।
স্বপ্ন মেখে পদ্মা সেতু চালু হবে কাল, এখুশ জেলার ভালোবাসা থাকবে চিরকাল।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।