মোঃ রাতুল মিয়া, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি ‘মোহাম্মদ আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন মামুন’ নির্দেশে- তানজিল আহমেদ মোনার উদ্যোগে সুন্দরগঞ্জের ধর্মপুর বাজারে
বিক্ষোভ_মিছিল_ও_সমাবেশ এর আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, মোঃ মামুন (সভাপতি শ্রীপুর ইউনিয়ন যুবলীগ, মোঃ মন্জুরুল ইসলাম লিটন (সহ-সভাপতি গাইবান্ধা জেলা ছাত্রলীগ), মোঃ ইমরান আহমেদ লিটন (উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক,গাইবান্ধা জেলা ছাত্রলীগ), মোঃরাশেদুল ইসলাম নাইম (উপ দপ্তর সম্পাদক, গাইবান্ধা জেলা ছাত্রলীগ) মোঃ তানভির আহমেদ, (সহ সম্পাদক গাইবান্ধা জেলা ছাত্রলীগ)
মোঃহাবিজুর রহমান (সভাপতি শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগ) সহ সুন্দরগঞ্জ, বেলকা, ধুবনি, পাঁচপীর, গংসার হাট, কঞ্চিবাড়ি সহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
উক্ত বিক্ষোভ মিছিলটি ধর্মপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বাজারের দক্ষিণ ও উত্তর দিকে প্রদক্ষিণ করে ধর্মপুর তিনমাথায় রকি ভাইয়ের হত্যার প্রতিবাদে বক্তব্য প্রদান করেন উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা।