স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বরুড়ার কেমতলী ‘আলো পাঠাগার’ এর খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে কেমতলীতে এই উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর মধ্যে জনপ্রতি চাল ৫কেজি, আলু ৪কেজি, মুড়ি ১কেজি, ডাল ২কেজি,
চিনি ১কেজি, তৈল ২কেজি, ছোলা ২কেজি, খেজুর ১কেজি, পেঁয়াজ ২কেজি।
আলো পাঠাগারের প্রধান উপদেষ্টা ও একেএইচ গ্রুপের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান বলেন,
মানুষ এবং মানবতার পাশে “আলো পাঠাগার”
সব সময়ের মত আমরা পবিত্র মাহে রমজানে সবাই সমান ভাবে দুচিন্তামুক্ত উপভোগ করি।
প্রতিটা মাহে রমজানের এক মাসের পুষ্টি যুক্ত হালাল ইফতার এবং সেহেরী ন্যূনতম উপহার দিয়ে আমরা সবাই একসাথে এক পরিবারের মত থাকার ইচ্ছা নিয়ে আমাদের এই খাদ্যসামগ্রী উপহার।
দোয়া করবেন আমরা যেন সবাই এই ভাবে সব সময় একসাথে একত্রে থাকতে পারি।
আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে এবং এই মাহে রমজান যেন আমাদেরকে সত্যিকারে ভাল, মানবিক, সৎ, ভাল আচরণ,
মানুষ মানুষের পাশে থাকার মানবিক গুণ সম্পন্ন মানুষ তৌফিক দান করে।