বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ার শারমিন আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শাকপুরে মকবুল মেম্বারের দোকানের উত্তর পাশে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে শারমিন।
শারমিন বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর পশ্চিম পাড়া (রায়ের বাড়ি)’র দেলোয়ার হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে।
শারমিন স্থানীয় একটি কলেজে এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের আজানের সময় কে বা কাহারা মকবুল মেম্বারের দোকানের উত্তর পাশে শারমিনের ঝুঁলন্ত ফাঁসি দেওয়া লাঁশ দেখে চিৎকার করলে আশেপাশের মানুষ ছুঁটে আসে।
পরে স্থানীয়রা বরুড়া থানায় খবর দিলে পুলিশ লাঁশ উদ্ধার করে।
স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল ঘটনার সত্যেতা নিশ্চিত করেন।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন,আমি খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিস্তারিত জানানো যাবে”।