মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া পৌরসভায় ডিস (ক্যাবল) লাইন ও ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হওয়ায় জনসাধারণের দুর্ভোগের কমতি নেই। গত ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে পৌরসভা এলাকায় বিভিন্ন স্থানে ডিস (ক্যাবল) লাইন ও ইন্টারনেট কানেকশন হটাৎ করে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। এদিকে প্রতিদিনের মত গত দুইদিন ধরে সংবাদকর্মীরা নিয়মিত জাতীয় ও আঞ্চলিক পত্রিকা অফিসে নিউজ পাঠাতে গিয়ে ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হওয়ায় অনলাইন কার্য্যক্রমে সমস্যার সম্মুখীন হয়।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার বরুড়া বাজারের বিভিন্ন পয়েন্টে কে বা কাহারা তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিস লাইন, ইন্টারনেট ও (পাওয়ার পয়েন্ট) এর কাটা তার পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায়।
ডিস লাইন ও ইন্টারনেট ব্যবসায়ীদের অভ্যন্তরিন কোন্দলের কারনে এমটা হতে পারে বলে অনেকের ধারনা।
ডিস লাইন ও ইন্টারনেট ব্যবসায়ীদের অভ্যন্তরিন কোন্দল নাকি অন্য কোন ইস্যু রয়েছে বিষয়টি উপজেলা প্রশাসন ও বরুড়া থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে স্হানীয়রা।
এ করোনা কালীন সময় অধীকাংশ মানুষ ঘরে থাকে। বিভিন্ন চ্যানেল দেখে সময় কাটায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিস ও ইন্টারনেট সয়যোগ বিচ্ছিন্ন রয়েছে।