মোঃ মহিবুল্লহ্ ভূঁইয়া বাুবুল, বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় আয়েশা আক্তার নামের এক মাদ্রাসা ছাত্রী নীজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার পশ্চিম অশ্বদিয়া নোয়াগাঁও ভূঁইয়া বাড়িতে নীজ ঘরে আয়শা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় তার ঘরে কেউ ছিলেননা।
তার মা সালমা বেগম বলেন, আমি আয়শাকে রান্নার কাজে রেখে পাশের বাড়ীতে যাই। সেখান থেকে এসে দেখি ঘরের দরজা বন্ধ। দরজা ভেঙে ঘরে গিয়ে দেখি সে ঘরের পাড়ের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
খবর পেয়ে বরুড়া থানার এস আই এসআই চন্দনকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সে ওই গ্রামের পিতা হানিফ উদ্দিন ভূইয়া ও সালমা বেগমের মেয়ে ও শাকপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায় আত্মহত্যাকারীর আয়শার মানসিক সমস্যা রয়েছে।