মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়াঃ কুমিল্লার বরুড়া উপজেলা ১২ আগষ্ট ২১ ইং বৃহস্প্রতিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৮ জন। বরুড়া উপজেলা বিভিন্ন গ্রামের যারা আক্রান্ত হয়েছেন, বরুড়া গ্রাম ও বরুড়া কুমিল্লার ঠিকানায় আক্রান্ত হয়েছে ৯ জন। তারা হলেন, নুরজাহান বেগম, রেহেনা বেগম, মরিয়ম বিবি, মোহসেনা আক্তার, আমেনা বেগম, পেয়ারা বেগম, আফরোজা, আবুল হোসেন, কাছিয়াপুকুরিয়া গ্রামের সাজেদা বেগম, জানে আলম, শাকপুর গ্রামের তারেকুজ্জামান, এগারগ্রামের রোকেয়া বেগম, পেরপেটি গ্রামের নাছির ও নজির। গৈহীনখালী গ্রামের নুরুল ইসলাম, হাটপুকুরিয়া গ্রামের বিল্লাহ হোসেন, বৈশখলা গ্রামের রোকেয়া বেগম, হাটপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলাম, খাটলা গ্রামের নিপা, জুগিমেহের গ্রামের আবুল বাসার,তলাগ্রামের শাহানারা আক্তার, কাকৈরতলা গ্রামের অহিদুন্নেছা, ওড্ডা গ্রামের তৈয়ব আলী, কাজকামতা গ্রামের সুমি, শিয়ালোড়া গ্রামের মাহমুদা, চৌওরী গ্রামের সেলিনা আক্তার ও নলুয়া গ্রামের নুরজাহান। আজ ২৮ জনের মধ্যে ১৬ জন মহিলা, ১২ জন পুরুষ আক্রান্ত হয়েছে।