স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়ায় একটি ফিশারি (মাছের ঘের) থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৬ জানুয়ারি) বিকালে উপজেলার পৌর এলাকার ঝলম-বরুড়া সড়কের ফকিরা মোকাম নামক স্থানের দক্ষিণ পূর্ব পাশে ইউসুফ মিয়ার ফিশারিতে অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে স্থানীয়রা বরুড়া থানায় খবর দিলে পুলিশকে এসে লাশ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। তার অানুমানিক বয়স ২৫ বছর হবে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা ঘটনাস্থ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।