মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া উপজেলা ১৭ আগষ্ট ২১ ইং করোনায় আক্রান্ত হয়েছে ১৫ জন। বরুড়া উপজেলার বিভিন্ন গ্রামে যে ১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছ তাদের নাম ও গ্রাম উল্লেখ করছি, বরুড়া গ্রামের ফরিদা বেগম,জাহিদুল ইসলাম, মাহমুদা বেগম, ও রাবেয়া বেগম, ওড্ডা গ্রামের মোঃ সফি উল্লাহ, পুরানকাদবা গ্রামের মাহমুদা, নাটেহর গ্রামের সোনিয়া আক্তার, পশ্চিম নোয়াগাও গ্রামের হাসানুল খোরশেদ, সুদ্রা গ্রামের খাদিজা, মুগুজি গ্রামের সাবিনা নাগিড়পাড় গ্রামের লিটন ও মনোয়ারা, সরাফতি গ্রামের দৌলুফেন নেছা, ফেনুয়া গ্রামের মাকসুদা ও ঘোষ্পা গ্রামের আবদুর রাজ্জাক । গত সাপ্তাহের তুলনায় এ সাপ্তাহ অনেক কম করোনা আক্রান্ত হয়েছে বরুড়া। অপরদিকে করোনার টিকা রেজিষ্ট্রেশন থাকার পর ও প্রথম ডোজ টিকা না পাওয়ার কারনে প্রতিদিন সরকারি হসপিটাল এসে মানুষ ভিড় করছে। এ নিয়ে মানুষের মাঝে ক্ষোভ দেখা যায়। প্রতিদিন করোনার আক্রান্তের হার পুরুষের চেয়ে মহিলা বেশি।