স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বরুড়া পৌর নির্বাচনে মেয়র পদে ৭জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মেয়র পদে মনোনয়ন জমা দেন বর্তমান মেয়ের ও উপজেলা যুবদলের সেক্রেটারি জসিমউদদীন পাটোয়ারী (বিএনপি), উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক বকতার হোসেন (আওয়ামী লীগ),
সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য বাহাদুরুজ্জামান (সতন্র),
আব্দুল কাদের (ওয়ার্কস পার্টি), মিয়া কামরুল, কারী আবুল বাসার (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), আব্দুল কাদের সাঈদ (সতন্ত্র)।
৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫২ জন
ও ৩টি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১০জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।