রোটা,ওমর ফারুকঃ কুমিল্লার বরুড়া উপজেলার বরুড়া কুমিল্লা যাওয়ার মুল সড়ক লাইজলা নামক স্থানে ২৯ ডিসেম্বর রাত অনুমান ১টা ৫ মিনিটে ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত সদস্যকে আটক করে বরুড়া থানার সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান। তিনি জানান ডাকাত দলের প্রস্তুতির খবর পেয়ে বরুড়া থানা পুলিশ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে নিজস্ব কৌশল অবলম্বন করে ৪ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। এরা হলেন ১ নং আসামী মোঃ সুমন শেখ (৩২), পিতা ইব্রাহিম শেখ, গ্রাম খলিসাডুলি চাঁদপুর। ২ নং আসামী আমির হোসেন (৪০) পিতা আলি আশ্রাফ সাং জাঙ্গালীয়া কোতয়ালী। ৩ নং আসামী মো.জীবন মিয়া ওরফে জীবু (৪০) পিতা মৃত সাহেব আলী সাং হাটাশ কুমিল্লা। ৪ নং আসামী নজরুল ইসলাম নজু (৪৫), পিতা মৃত আঃ আউয়াল, সাং তীরচর. চান্দিনা। এই ৪ ডাকাত সদস্যকে পেনেল কোড ধারা ৩৯৯/৪০২ নাম্বারে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে ।