আবদুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সপ্তাহের স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাইয়ুম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা জয়েস চাকমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ছাত্র-ছাত্রীবৃন্দ।
উক্ত বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় কাচালং সরকারি কলেজ প্রথম স্থান ও সিজক কলেজ দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং উচ্চ বিদ্যালয়ের মধ্য তুলাবন উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, উলুছড়ি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে।
মেলা পরিদর্শন শেষে নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।