কঠিন বাস্তবের কাছে
নতজানু হয়ে বলি
শিক্ষা নাও ওহে মহাজীবন,
সকলি যে মেকী
সকলি যে গড়ল
সত্য হয়ে ফুটে সবই হলে প্রয়োজন।
অন্ধ বিশ্বাস আর
অন্ধ ভালোবাসা
কেবলি দুরন্ত ভরসা আমার,
দেখেছি জীবনভর
মিছে মিছে খেলাঘর
নীরবে নির্মাণ করি স্বপ্ন দুরাশার।
ফুলের সুবাস পেতে
আশার সিঞ্চন রাতে
সকলি বৃথা মোহ অলীক কামনা,
অন্ধকার এলে পরে
ইচ্ছেরা জড়িয়ে ধরে
সে যে তাসের ঘরে বসত বাসনা।
যারেই টেনেছি কাছে
সকলি হয়েছে মিছে
বাস্তবতার কঠিন সত্য দিবাস্বপ্ন যেনো,
ঝড়ের কবলে শুধু
দৃষ্টি মিলায় ধূ ধূ
বাতাসে উড়ে যায় খড় কুটা হেনো।
তবুও স্বপ্ন দেখি
ব্যর্থতারে ঢেকে রাখি
পাছে যদি কলঙ্ক হয় প্রমাদ ঘটে,
কঠিন বাস্তব বলে
এ বিশাল আকাশ তলে
বাস্তবতা সূর্য্য হয়ে ফুটে অকপটে।