স্টাফ রিপোর্টারঃ
বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ফুটপাতে দোকান উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়েছেন বাসদ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে কুমিল্লার ফুটপাতের দোকান উচ্ছেদ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাসদ নেতা ফারজানা আক্তার।
তিনি বলেন, কিছুদিন ধরে কুমিল্লার বিভিন্ন রাস্তার পাশে ফুটপাতের দোকানগুলোর উচ্ছেদ অভিজান পরিচালনা করছে প্রশাসন। এই ফুটপাতে দোকানীরা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ফুটপাতের দোকান চালিয়ে তারা তাদের সংসার চালান। এই শ্রমজীবীদের নিজের পেটের দায়ে নিজের কর্মসংস্থান নিজেরাই তৈরি করেছেন। যেখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। রাষ্ট্র সেই দায় তো নিলই না বরং যারা কর্মসংস্থান তৈরি করল তাদেরকে উচ্ছেদ করা শুরু করেছে। দোকানীরা বিভিন্ন এনজিও বা মহাজনদের কাছ থেকে কড়া সুদে ঋণ নিয়ে দোকান পরিচালনা করেছে। দোকান চালিয়ে ঋণ ও সংসার দুটোই চলে তাদের। দোকানীদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে।
বাসদ নেতা ফারজানা আক্তার ফুটপাতের দোকান উচ্ছেদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।।
অবিলম্বে ফুটপাতের দোকানগুলো খুলে দেয়ার আহ্বান জানান বাসদ নেতা ফারজানা আক্তার।