(আগরতলা 12/12/2020)
বাংলা ভাষায়
নাইকো রুচি
লজ্জ্যা লাগে বাংলায়,
পঠন পাঠন
চলা বলা
ইংলিশে সে সামলায় |
হিন্দি হলে
মন্দ হয়না
রামচরণের এক ছেলে,
উর্দু হলে
খুব ভালো তার
অনর্গল সব যায় বলে |
রুই বোয়ালে
নাইকো রুচি
হালকা রুচি ইলিশে,
শীতে ঘুমায়
ভিজা কাঁথায়
দেয়না মাথা বালিশে |
কৈ মাগুরে
হয়না খাওয়া
টোনা খোঁজে জাপানে,
কোর্মা পোলাউ
মুরগি খাসি
নিত্য লাগে ভোজনে |
এমন করে
সোনার ছেলে
রামচরণের সংসারে,
বিদেশ প্রীতির
কঠিন রোগ
আছে মাথায় ভর করে |