তথ্য প্রযুক্তির ডেস্কঃ
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ রোধে ভ্যাকসিনের অগ্রগতির খোঁজ নিতে ইতোমধ্যে দেশের তিন শহরে সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে ভ্যাকসিনের আপডেট জনগণকে জানাতে মোবাইল অ্যাপ চালুর খবর জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
সরকারি সূত্র উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরোগ্য সেতুর মতোই কাজ করবে নতুন এই মোবাইল অ্যাপ। যার মাধ্যমে জানা যাবে, ভ্যাকসিন কতদিনের মধ্যে পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে, দাম কেমন হবে, কোন শহরে কিভাবে বণ্টন করা হবে।
আরও জানা গেছে, অ্যাপটি স্মার্টফোনে ইন্সট্রল করে প্রথমে নাম এরপর যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে করোনা টিকা সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে। যার মাধ্যমে জানতে পারবেন ভ্যাকসিন কতজন নিতে পারবে এমনকি আপনার কাঙ্ক্ষিত টিকা কোন সময় হাতে পাবেন সে সম্পর্কেও তথ্য জানাবে এই অ্যাপ।