মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। শনিবার দুপুরে বাঙ্গরা বাজার থানা আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক আবু মুছা আল কবির এর নগরপাড়রস্থ বাসভবনের সামনে থেকে সাংসদের ব্যাক্তিগত তহবিল থেকে প্রায় বিশ লক্ষ টাকার বিভিন্ন খাদ্য সামগ্রী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পৌছে দেয়া হয়।
সংসদ সদস্যের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, মুরাদনগর আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম-আহ্বায়ক মো. হাসান, বাঙ্গরাবাজার থানা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক আবু বক্কর সবুজ, ইউপি সদস্য মনির হোসেন। এছাড়াও বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা উপস্থিত ছিলেন। বাঙ্গরা বাজার থানা আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক আবু মুছা আল কবির বলেন মাদ্রাসা ও এতিমখানায় এসব খাদ্য সামগ্রী পেয়ে কতৃপক্ষ ও ছাত্ররা খুব আনন্দিত। তারা এমপি মহোদয়ের সুস্বাস্থ্য কামনায় দোয়া করেছেন।