মোঃ আরিফুল ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সদ্য জাতীয়করণকৃত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ আমিনুল ইসলাম মিয়া।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টের সকল শহীদদের জন্য দোয়া পরিচালনা করেন উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। দোয়া শেষে এতিম শিশু ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।