দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তিতে ডিজিটাল লটারি আজ সোমবার অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বেলা সাড়ে তিনটায় এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অনলাইনে টেলিটকের বিশেষ সফটওয়্যারে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি এ লটারি কার্যক্রম উদ্বোধন করবেন। সারা দেশে ৮০ হাজার আসনের বিপরীতে এবার ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি আবেদন পড়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে লটারি কার্যক্রম উদ্বোধনের পর বিকেল ৫টা থেকে নির্ধারিত লিংকে (http://gsa.teletalk.com.bd) ফলাফল প্রচার শুরু করা হবে। লটারি কার্যক্রম মাউশির ফেসবুক পেজ http://www.facebook.com/dshe.moebd, ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন চ্যালেনে সরাসরি সম্প্রচার করা হবে। লটারির ফল আজই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মুঠোফোনে টেলিটকের এসএসএমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া লটারিতে বিজয়ীদের তালিকা সংশ্লিষ্ট স্কুলগুলোয় পাঠিয়ে দেওয়া হবে।