(আগরতলা ২৬/১১/২০২০)
রাজনীতি যদি
ব্যবসার মতো হয়
মানুষ যদি হয় পণ্য,
কখন কে যে
মহাজন সেজে
হয়ে যায় স্বনামধন্য |
রাজনীতি আর
ধর্ম মিশিয়ে
খিচুড়ি বানায় যদি,
অখাদ্য হবে
খাবে কে তবে
ফেলনাই হবে সবি |
ছাগলের যদি
তিন বাচ্ছা হয়
দুইটায় দুধ খায়,
একটা শুধুই
পিছে পিছে নাচে
আনন্দে মিছে লাফায় |
ডালে ও চালে
মিশিয়ে যদি
বউ শাশুড়ি থাকে ব্যস্ত,
ঘরের বাকিরা
উপোসে মরে
যমের হাতে হয় জীবন ন্যস্ত |
তেলে ও জলে
মিশাতে গিয়ে
যদিবা ঝরায় ঘাম,
ভন্ডরা জানেনা
বৃথাই এ চেষ্টা
ফুরায় না মনস্কাম ?
বেশ্যার হাতে
হাত রেখে যদি
বিশ্বাস করো তারে,
বেশ্যা কি কভু
সতী হয় বলো
টের পাবে সবি রাতের আঁধারে |
খাল কেটে আমরা
কুমির এনেছি
এমনই এখন হাল,
প্রাণ বাঁচাতে
কাঁটা গাছে দেখো
উঠেছে যতো বিড়াল |
সাথে আমাদের
প্রাণ যায় যায়
উঠেছে নাভিশ্বাস,
নিজের হাতে
নিজেই করেছি
নিজের সর্বনাশ |
এখনো একটা
উপায় রয়েছে
বাঁচাবে যদি প্রাণ,
ঘর ছেড়ে আসো
আপোষ নয়
রাজপথে হবে সমাধান |