নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ কোভিড-১৯ এর প্রকোপের কারনে সারা দেশের ন্যায় রূপসা-বাগেরহাট আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকগন লক ডাউনে কারনে বেকার হয়ে পড়ায়, রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান ৪ আগষ্ট সকালে রূপসা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার খুলনার উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর মোল্লা, সহকারী প্রোগ্রামার মোঃ রেজাউল করিম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা,জেলা ফ্যাসিলিটেটর ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান কবির প্যারিস,সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, রূপসা প্রেসক্লাব সভাপতি এস এম মাহবুবর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সাংবাদিক খান আঃ জব্বার শিবলী, শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।