লাকসাম প্রতিনিধি :
মুজিব শতবর্ষ ও মহান বিজয়ের মাস উপলক্ষে কুয়েত প্রবাসী আলমগীর হোসেনের পক্ষ থেকে লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ডে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) গোপালপুর মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলী আকবর, বজলুর রহমান, আবুল হাাশেম, মমতাজ উদ্দিন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম বিজয়, সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন সালেহ, স্বেচ্ছাসেবক লীগের রিফাত নিরব, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, আব্দুল আজিজ খন্দকার, মনজুর হোসেন শুভ, আফজাল হোসেন প্রমুখ। ওইদিন এলাকার ৩২০ জন অসহায় শীতার্তের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।