সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঈদের দিন সকালে বজ্রপাতে সাইফুল ইসলাম মেহদী (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (৩মে) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে এঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্র সাইফুল ইসলাম উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের শাহনোয়াজ মাষ্টার‘র ছেলে। সাইফুল ইসলাম শাখাইতি সৈয়দ আব্দুর রউফ শাহ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে স্থানীয় একটি মাঠে সহপাটিদের নিয়ে ফুটবল খেলতে যায়। খেলা চলা অবস্থায় বজ্রপাতের আঘাতে নিহত হয় সাইফুল।
এবিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, বজ্রপাতে মাদ্রাসার একজন ছাত্র নিহত হয়েছে। লাশ সুরতহাল শেষে দাফনের ব্যবস্থা করা হয়েছে।