মোঃ শাহাদত হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুরে সরকারি বিধি নিষেধ অমান্য ও স্বাস্থ্য বিধি না মানায় ৪ জনকে বিভিন্ন অঙ্কে মোট ২৫শ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণরোধে সেনাবাহিনী ও আনসার সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেঘাইঘাট ও মেঘাই বাজার এলাকায় মাস্ক পরিহিত না থাকা, লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হয়ে জটলা পাকানোসহ বিভিন্ন অভিযোগে ৪টি মামলা দায়ের হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম।
তিনি জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লোক জনকে সচেতন করা হচ্ছে। সরকারী বিধি নিষেধ অমান্য করায় বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে।