মোঃশাহাদত হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। করোনা ভাইরাসে গত ২৪ আক্রান্ত হয়েছেন ৯৮ জন এবং ৩ জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ১জন মারা গেছেন।
মৃত ব্যক্তিরা হলেন, বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের ইসমাইল হোসেন (৬৯), রায়গঞ্জ উপজেলার আব্দুস সালামারে স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ও উল্লাপাড়া উপজেলার আব্দুর রহিম (৬২)। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫ জনে।
রোববার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এসব তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেন, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা সনাক্ত হয়েছে ৯৮ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ৭ হাজার ৪৫৭ জনে। উপজেলা করোনায় নতুন আক্রান্তরা হলো সদরে ৩৪ জন, কামারখন্দে ১৮ জন,উল্লাপাড়ায় ১৪জন,কাজিপুরে ১০জন,তাড়াশে ৮জন,রায়জঞ্জে ৬জন, শাহজাদপুরে ৪ জন বেলকুচিতে ২জন ও এনায়েতপুর ২জন।
নমুনা পরীক্ষার তূলণায় সনাক্তের হার ৩৪ দশমিক ৩৮ভাগ। সুস্থ্য হয়েছেন মোট ৪ হাজার ৮৩৯ জন।
এদিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, সিরাজগঞ্জে করোনা সংক্রামন উদ্বেগজনক ভাবে বাড়ছে। করোনা সচেতনতায় সরকার যে বিধিনিষেধ জারি করেছে তা মানার বিকল্প নেই। সকলকে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া যেমন যাবেনা। তেমনি সকলকে মাস্ক ব্যবহার করতে হবে।