মোঃ শাহাদত হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের র্শীষ মাদক কারবারী জাহিদুল ইসলাম বাবু (২৭) কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেপ্তার মাদক কারবারী জাহিদুল ইসলাম বাবু সদর উপজেলার হোসেনপুর আল-মাহমুদ এভিনিউ এর মৃত শফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার (১৬ জুলাই) সকালে র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনা আঙ্কের মধ্যে মাদক কারবারী ব্যবসা চালিয়ে যাচ্ছে, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সদর উপজেলার হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে অভিযান
চালিয়ে ১১৫ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল ও ৩০ গ্রাম গাঁজা সহ র্শীষ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবুকে আটক করা হয়। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে আজ সকালে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।