এ তুমি কেমন তুমি
লাশ দিয়ে পাহাড় গড়ো,
এ তুমি কেমন তুমি
জীবন নিয়ে খেলা করো।
এ তুমি কেমন তুমি
মুখের খাবার নিচ্ছো কেড়ে,
এ তুমি কেমন তুমি
আগুন জ্বালাও ঘরে ঘরে।
এ তুমি কেমন তুমি
শান্তির মূলে আঘাত করো,
এ তুমি কেমন তুমি
ভাইয়ে ভাইয়ে বিভেদ গড়ো।
এ তুমি কেমন তুমি
ধর্মের ঢোলে কাঠি দিয়ে,
এ তুমি কেমন তুমি
জুয়া খেলাও পূঁজি দিয়ে।
এ তুমি কেমন তুমি
যেমন খুশি তেমন করো,
জানিয়ে দিলাম তাকিয়ে দেখো
গরীব দুঃখী হচ্ছে জড়ো।
রাত পোহালেই আমরা সবাই
কুঠার হাতে ভাঙবো আসন,
তোমার ভিতে রক্ত ঢেলে
দুঃশাসনের করবো পতন।