নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম, আজ ১২ আগষ্ট বৃহস্পতিবার মহানগরীর খালিশপুর বাজার তদারকি মুলক অভিযান পরিচালনা করে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন (মেয়াদোত্তীর্ণ ওষুধ/মেয়াদ বিহীন ওষুধ) বিক্রয় করার অপরাধে খালিশপুরের মেসার্স এসবি ফার্মেসীকে ৫ হাজার টাকা, মুজগুন্নীর মেসার্স জাহান মেডিসিনকে ৩ হাজার টাকা, মেসার্স মা ফার্মেসীকে ৫ হাজার টাকা, ক্রিসেট মেডিকেল হলকে ৫ হাজার টাকা ও মুজগুন্নীর মেসার্স মেডিকো সাপ্লাইকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৫টি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম বলেন,জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।